
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট::ঢাকার লালবাগে একটি পারিবারিক কলহের জেরে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই কর্মকর্তা নজরুল ইসলাম (৪০) তার বাসায় ঝগড়ার একপর্যায়ে গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নজরুল ইসলাম তার আরএনডি রোডের ৬ তলা জুমজুম মদিনা টাওয়ারের বাসায় ছিলেন। অভিযোগ অনুযায়ী, পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অসুস্থ মায়ের দেখাশোনা সংক্রান্ত তর্কের জেরে তার স্ত্রী শারমিন ও শাশুড়ি বাসার মধ্যে ঝগড়া বাধায় নজরুলকে ধারালো বঁটি দিয়ে আঘাত করে।
নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানিয়েছেন, “ঢাকায় আসার পর থেকে ভাইয়ের মা ও স্ত্রী মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার বিকেলে তার স্ত্রী ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভাইকে কোপায়। ভাই আহত অবস্থায় দরজা খুলে বের হয়ে মায়ের কাছে বঁটি ধরার চেষ্টা করেন। সেখানেই তার গলায় ও হাতে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়।”
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ জানান, “এটি একটি পারিবারিক কলহের ফলাফল। নিহতের স্ত্রী ও শাশুড়ি ঘটনার পরে পলাতক রয়েছেন। মামলার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।”
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রশাসন নিহতের পরিবারের অন্যান্য সদস্যদের বিবেচনায় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছে।
এ ঘটনায় স্থানীয় মহলের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পারিবারিক দ্বন্দ্ব ও হিংসার এমন চাঞ্চল্যকর ঘটনা সমাজে নিরাপত্তা ও পারিবারিক সম্পর্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করছে।