
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে দেশে আবারও ‘গুপ্ত স্বৈরাচারের’ উত্থান ঘটতে পারে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন,
“বাংলাদেশ আমাদের সবার ঘর। এই ঘরে ১৫-১৬ বছর ধরে ডাকাত পড়েছিল, জনগণ তাকে বিতাড়িত করেছে। এখন দেশ পুনর্গঠনের সময়।”
তিনি আরো বলেন, স্বাধীনতার পর বারবার দেশে স্বৈরাচার ও একদলীয় শাসন কায়েমের চেষ্টা হয়েছে, তবে প্রতিবারই জনগণের আন্দোলনে তা পরাজিত হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণই বিএনপির শক্তির উৎস। সবার আগে বাংলাদেশ—এই অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতারা।
শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যরা।