
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় হালিম উদ্দিন আকন্দ (৭০) নামে এক বৃদ্ধের চুল ও দাড়ি জোর করে কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হলে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠনের কয়েক সদস্যসহ সাতজনকে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। এছাড়া আরও পাঁচজন অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন।
অভিযোগে বলা হয়, ঈদের আগে কাশিগঞ্জ বাজারে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর বৃদ্ধ হালিম উদ্দিনকে জোরপূর্বক ধরে তার দীর্ঘদিনের চুল ও দাড়ি কেটে দেয় এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়।
বাদী শহীদ মিয়া বলেন, “আমার বাবা সারা জীবন কারো ক্ষতি করেননি। তিনি চুল বা দাড়ি বড় রাখবেন কি না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। অথচ তাকে জোর করে অপমান করা হয়েছে। আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই।”
ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দও অভিযোগ করেন, “আমাকে জোর করে ধরে চুল-দাড়ি কেটে দেওয়া হয়েছে। আমি বাধা দিলেও কিছুই কাজে আসেনি। আমি তাদের বিচার চাই।”
স্থানীয় সূত্রে জানা যায়, হালিম উদ্দিন পাগল নন, তিনি ‘হালিম ফকির’ নামে পরিচিত। তিনি শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর ভক্ত হিসেবে খ্যাত। সংসার জীবনে তিনি সন্তানদের লালনপালন করলেও বর্তমানে কৃষিকাজ ছেড়ে ফকিরি জীবনযাপন করেন। দীর্ঘ ৩৪ বছর ধরে তার মাথার চুলে জট বাঁধা ছিল।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।