
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়ে রোমাঞ্চকর লড়াই দেখিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করেছে ভারতের দল। এই জয়ের মূল নায়ক ছিলেন তিলক ভর্মা, যিনি দায়িত্বশীল ব্যাটিং করে অপরাজিত অর্ধশতক পূর্ণ করেছেন।
ভারতের এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই-ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।”
মোদির এই মন্তব্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ও ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের অপারেশন সিঁদুরে অংশ নেওয়া অন্তত ছয়টি পাকিস্তানি যুদ্ধবিমানের ধ্বংসের দাবি করেছে ভারত। পাল্টা প্রতিরোধও দেখিয়েছে দেশটি।
এদিকে, ক্রিকেটারদের জয়ে ভারতের বিভিন্ন স্থানে উদযাপনের ধুম পড়েছে। উৎসবমুখর মিছিলে শোনা যাচ্ছে জাতীয়তাবাদের স্লোগান। ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ায় ম্যাচটি উত্তেজনাপূর্ণ মহারণে পরিণত হয়েছিল। শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে সুর্যকুমার যাদবের ভারতীয় দল, যা দেশের জনগণকে আনন্দে মাতিয়ে তুলেছে।