
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ১৭ অক্টোবর স্বাক্ষর করা ‘জুলাই সনদ’ কেবল আনুষ্ঠানিকতা হলে তা জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন হতে পারবে না। শনিবার কমিশনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সনদকে কার্যকর করতে হলে স্পষ্ট বাস্তবায়ন পথরেখা প্রকাশ করতে হবে।”
আখতার হোসেন আরও জানান, কমিশন ইতোমধ্যে সনদ বাস্তবায়নের আদেশের খসড়া তৈরি করেছে এবং সেটি ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, আমরা স্বাক্ষরকে মুখ্য বিষয় মাথায় নেই; বরং তার কার্যকর রূপ এবং আদেশ জনগণের কাছে পরিষ্কার নয়, এখান থেকেই উদ্বেগ।”
তিনি বলেন, “জুলাই সনদ হলো জনগণের সার্বভৌম মর্যাদা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রতীক। যদি তার নির্দেশনা আদেশে রূপ না নেয়, তাহলে স্বাক্ষর শুধুই কাগজে আবদ্ধ থাকবে।”
এনসিপির এই দাবি, কমিশনকে খসড়া পরিকল্পনা দ্রুত প্রকাশ করার আহ্বান এবং সনদের বাস্তবায়ন ও সংবিধানে অন্তর্ভুক্তিকরণ প্রসঙ্গে রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে।





























