
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার অনেক এলাকাতেই ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরাইল সরকার বাহিনী। ফলে বিধ্বস্ত ওই অঞ্চলটিতে নারী ও শিশুসড় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার। খবর আর জাজিরা ও সিএনএনের
এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় মৃতের সংখ্যা ১৭ হাজারেরও বেশি ছাড়িয়ে গেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গাজায় যুদ্ধের দুমাস অতিবাহিত হওয়ার পর দেখা যাচ্ছে যে, ছোট-বড় বহু অবরুদ্ধ এলাকা ইসরায়েলি বোমাবর্ষণে বিধ্বস্ত। সেখানে ধ্বংসস্তূপের মধ্যে তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছে দেশটির বয়স্ক নারী পুরুষ ও নবজাতক শিশুরা।