
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এই লক্ষ্যে আজ নারায়ণগঞ্জ দ্বিগু বাবুর বাজারে কয়েকটি পেঁয়াজের পাইকারি দোকানে অভিযান চালিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা প্রশাসন। এসময় ক্রয় রশিদে গড়মিল ও পণ্যের মূল তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসন।
আজ রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারশিদ ইবনে এনামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহায়তা করে র্যাব ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।
এসময় অন্য ব্যবসায়ীদের সতর্কসহ ঢাকার শ্যাম বাজারের দুই ব্যবসায়ী বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসনে তথ্য দেয় ভ্রাম্যমাণ আদালত।