
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের বিধ্বস্ত গাজায় দ*খল*দার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন।
গেল ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল ও হামাসের মধ্যকার ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে দ*খ*লদার ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত ১০০ জনের ও বেশি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এদিকে নিহত সাংবাদিকদের ওই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন বার্তা সংস্থা আল রাই এজেন্সির উপ-পরিচালক আহমাদ জামাল আল মাধুন। গাজা কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।