
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে নির্বাচন বিরোধী গণসংযোগে এ আহ্বান জানিয়েছেন বিএনপি এই নেতা।
এ সময় রিজভী বলেন, জোর করে‘অবৈধ নির্বাচন করতে চাচ্ছে শেখ হাসিনা। এই নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা গোটা জাতির বিরুদ্ধে একটা প্রতারণা।
তিনি তার মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এ সময় তাকে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করতে দেখা যায়।