
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: টানা তিন মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান রয়েছে রক্তক্ষয়ঈ ভয়াবহ যুদ্ধ।
গাজায় ই*সরায়েলি বাহিনীর অবিরাম বিমান হামলা ও ভয়াবহ বোমাবর্ষণের ফলে গাজায় নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২৩ হাজারে। আহত হয়েছে ৫০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর তুমুল হামলার মুখে হামাসও শক্ত জবাব দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত হামাসযোদ্ধাদের আক্রমণে ইসরাইলি বাহিনীর বহু ট্যাংক সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করছে হামাস যুদ্ধরা।