
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: গত ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দেশের সংসদ নির্বাচনকে কয়েকটি স্বাগত দেশ জানালেও বেশিরভাগ দেশই এই ভোটকে ভুয়া বলছে বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এই ‘প্রহসনের ডামি নির্বাচন’ বাতিল করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে শুক্রবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্বের বক্তব্যে এ দাবি করেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ভয় পেয়ে দ্রুত সময়ের মধ্যে এমপি-মন্ত্রীরা শপথ নিয়েছেন। ভোটের চারদিনের মধ্যেই মানুষের দুর্ভোগ বেড়েছে। লড়াই শুরু হয়েছে, লড়াই করবো। লড়াই করলে মাসের পর মাসও লাগবে না, সরকার বেশিদিন টিকবে না।