
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরান সমর্থিত ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর গতকাল শুক্রবার নতুন করে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে মার্কিন দুইজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবেন-বাইডেনের এমন অঙ্গীকারের পর মার্কিন বাহিনী ইয়েমেনের হুথিদের ওপর হামলা শুরু করেছে।
এদিন আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে, হুথি বিদ্রোহীরাও মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালাতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্ছে নতুন করে ভয়াবহ যুদ্ধ লাগার প্রবল সম্ভবনা রয়েছে বলে আশঙ্কা করছেন তারা।