
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পুতিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক বেসামরিক নাগরিক। রুশ বাহিনীর এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করছে দেশটির উদ্ধার কর্মীরা।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎ করে ইউক্রেনের শহরগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে কমপক্ষে ১৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, পাশাপাশি আহত হয়েছে আরো ১৩০ জন।
রুশ বাহিনীর এ হামলার পর হতাহতের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছেন তিনি। সূত্র: বিবিসি