
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ করতে দ’খ’ল’দার ই’স’রা’ইলকে একঘরে করার আহবান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
গাজায় অবিরত ভয়াবহ নিশংস ই’স’রাইলি হামলায় জাতিসংঘ ও অন্যান্য দেশের কোনরকম কার্যকর পদক্ষেপ না থাকায় মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি এই আহবান জানিয়েছেন তিনি।
ই’স’রাইলকে একঘরে করার বিশেষ আহ্বান জানিয়ে মুসলিম ও অন্য দেশগুলোকে রাইসি বলেন, ই’স’রাইলকে সব ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে। মুসলিম বিশ্বকে এক হয়ে একটি ন্যায্য পৃথিবী গড়ে তুলতে হবে। খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার”
ইরানের প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, বিচ্ছিন্নতার মাধ্যমেই ই”সরাইলকে চাপে ফেলতে হবে। এটিই হবে গাজায় ইসরাইলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধের সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
গাজায় ই’সরাইলি আ’গ্রাসন বন্ধে আশাবাদী হয়ে রাইসি বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে একঘরে করতে পারলে গাজা যুদ্ধে ইসরাইল চরমভাবে পরাজিত হবে।