
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কুরআনিক সেবামূলক প্রতিষ্ঠান ”আহবাবুল কুরআন ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত ”প্রশান্তিময় কুরআন” স্লোগানে শুরু হচ্ছে দেশব্যাপী তৃতীয় বারের মতো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ ইং..
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আগামী ( ১৭ ফেব্রুয়ারী ) শনিবার সারাদেশ থেকে আসা শত শত কুরআন প্রতিযোগীদের নিয়ে সকাল ৮টা থেকে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে এ কুরআন প্রতিযোগিতা। একই দিন সন্ধ্যার পর থেকেই অনুষ্ঠিত হবে ৩য় আসরের জাতীয় এ হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিচারক হিসেবে থাকবেন দেশের প্রথম সারির হাফেজ ও ক্বারীগণ এবং গ্রান্ড ফিনালে প্রধান বিচারক হিসেবে বিচারকার্য পরিচালনা করবেন আহবাবুল কুরআন ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান শায়েখ হাফেজ ক্বারী মুফতি হাসিব আম্মার উপস্থিত থাকবেন, শাইখুল হুফফাজ শায়েখ ক্বারী আব্দুল হক সাহেব দা.বা. সহ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারীগণ।
এদিকে সারাদেশব্যাপী আয়োজিত ’৩য় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পর্কে আহবাবুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ হাসিব আম্মারকে এই কুরআন প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি আওয়ার টাইমস নিউজকে জানিয়েছেন, আহবাবুল কুরআন ফাউন্ডেশন কুরআন প্রেমীদের একটি সেবামূলক প্রতিষ্ঠান , আমরা আন্তর্জাতিক মান ঠিক রেখে আমাদের প্রতিযোগীতার কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের রয়েছে আহবাব পরিচালনা পর্ষদ যারা প্রত্যেকেই যোগ্য ও দক্ষ আলহামদুলিল্লাহ।
এ সময় তিনি আরো বলেন, আমরা কুরআন প্রতিযোগিতার পাশাপাশি সারা দেশে সামাজিক সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছি, এবং আমরা ফাউন্ডেশনের উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের আহবাব কুরআনিক রিসার্চ সেন্টারের পরিকল্পনা হাতে নিয়েছি, যেখানে সারা বিশ্ব থেকে কুরআন প্রেমিরা কুরআনের উচ্চতর গবেষণার জন্য এখানে আসবে ইনশা-আল্লাহ।
এ সময় শায়েখ হাসিব আম্মার তাদের যে লক্ষ্য উদ্দেশ্য তা পূরণে দেশবাসীর কাছে আন্তরিক দুয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
___________________________________________
প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্যে ফ্রী রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে নিচে দেওয়া লিংকটি কপি করে Google এ পেস্ট করে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করুন।
https://bit.ly/3HGvfvv?r=qr
___________________________________________
অথবা আবেদনকারীর তথ্য নিচের নাম্বারে +8801600240024
১৫ফেব্রুয়ারির পূর্বে হোয়াটসঅ্যাপ করে আপনার আসন নিশ্চিত করুন ০১,পরিক্ষার্থীর নাম:
০২,পিতার নাম:
০৩,জন্ম তারিখ:
০৪,পিতার মোবাইল নাম্বার :
০৫,স্থায়ী ঠিকানা:
০৬,প্রতিষ্ঠানের নাম:
০৭,প্রতিষ্ঠানের ঠিকানা:
০৮, প্রিন্সিপাল সাহেব এর নাম:
০৯,প্রিন্সিপাল সাহেব এর মোবাইল নাম্বার:
১০,পারা(১-১০/১১-২০/২১-৩০)