
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হা’মাস ও যোদ্ধাদের হামলায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৬ জন হা’য়েনা ই’সরাইলি কমান্ডো। ই’সরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই একই হামলায় প্রাণ হারিয়েছেন তাদের একজন সেনা সদস্য।
নিহতের নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস অ্যালন কুদ্রিয়াসোভ (২১)। তিনি ইগোজ কমান্ডো ইউনিটের সেনা ছিলেন। ছয়জন গুরুতর আহত এবং একজন নিহত হওয়ার পাশাপাশি আরও ৯ সেনাও কিছুটা আহত হয়েছেন।