
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: এ বছর সৌদি আরবে হজ করতে এসে মারা গিয়েছেন কমপক্ষে ৫৫০ জন হজযাত্রী। যাদের মধ্যে মিসরের নাগরিকই রয়েছেন সবচেয়ে বেশি ৩শ’ ২৩ জন।
জানা গিয়েছে, বেশির ভাগ হাজিদের মৃত্যু হয়েছে তীব্র গরমে অসুস্থ হয়ে। দুই জন আরব কূটনীতিকের বরাত দিয়ে বুধবার (১৯ জুন) এক প্রতিবেদনে পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডনের প্রতিবেদনে জানানো হয়, মক্কার আল-মুয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রী মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে। তীব্র গরমের কারণেই বেশিরভাগ মানুষ মারা গেছেন। অন্যদিকে জর্ডান থেকে আসা হজযাত্রীদের মধ্যে কমপক্ষে ৬০ জন মারা গিয়েছেন।
এদিকে সৌদি আরবে ভয়াবহ তীব্র তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে ২ হাজারেরও বেশি হজযাত্রীর চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস।