আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাবর আজমদের প্রথম ইনিংসে করা রানের পাহাড়কে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে জবাব দিচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
দুর্দান্ত ব্যাটিং করা সাদমান ইসলাম সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হলেও দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে টেস্টে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন তিনি মুশি। এতে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। পাকিস্তানি পেস এবং স্পিন বোলারদের দুর্দান্তভাবে মোকাবেলা করে ২০৩ বলে সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮৯ রান। মিরাজ ১৭* রান এবং মুশফিক ১০১ রানে অপরাজিত আছেন।