
স্পোর্টস ডেস্ক: আওয়ার টাইমস নিউজ।
স্টাফকরেসপন্ডেন্ট: সেই ২০১০ প্রথমবারের মতো কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে ৮ ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এরপর পরের বছরও খেলেন ঠিক একই দলের হয়ে।
এবার দীর্ঘ ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরেছেন সাকিব, তবে এবার নতুন দল সারে। আগ থেকেই বলা হয়েছিল সারের হয়ে মাত্র একটি ম্যাচই খেলবেন সাকিব। এবং সেই একটি মাত্র ম্যাচ খেলতে নেমেই দেখালেন বিধ্বংসী স্পিন ঘূর্ণির কারিশমা, সারের হয়ে প্রথম ইনিংসেই ওয়ানে সমারসেটের বিপক্ষে তুলে নিলেন ৪ উইকেট।
টনটনে কাউন্টি ডিভিশন ওয়ানে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনের প্রথম ইনিংসেই কাল ৩৩.৫ ওভার বোলিং করে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে ৯৭ রানে মহা মূল্যবান ৪ উইকেট নিয়েছেন সাকিব।
সারের হয়ে প্রথম দিনের সেরা বোলার ছিলেন সাকিব। এছাড়াও সারের হয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার ড্যানিয়েল ওরেল।
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন….