
আওয়ার টাইমস নিউজ।
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ্ যোদ্ধাদের বিধ্বংসী হামলায় কমপক্ষে ৮ ই’সরাইলি সামরিক বাহিনীর সদস্য নিহত।
আজ বুধবার (২ অক্টোবর) রাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স তাদের সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হিজবুল্লাহর হামলায় নিজেদের সেনা সদস্য নিহতের বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সামরিক কতৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ লেবাননে লড়াইয়ে ইসরায়েলের আট সেনা নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আমাদের ৮ সেনাদের মৃত্যু হয়। এবং নিহত সেনাদের মধ্যে ইগোজ কমান্ডো ইউনিটের সদস্যরা ছিলেন বলে জানিয়েছেন ইসরাইলি সামরিক কতৃপক্ষ (আইডিএফ)
তথ্য: বিবিসি ও রয়টার্স