
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় একটি শিশু সেবা কেন্দ্রে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে ৯১’টি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনাটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়ংকর শিশু যৌন নিপীড়নের ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার (১ অগাস্ট) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সেখানকার স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল জাজিরা সংবাদমাধ্যম জানিয়েছে,২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিডনি, ব্রিসবেন ও বিদেশের বিভিন্ন ১২টি চাইল্ড কেয়ার সেন্টারে এমন ভয়াবহ নেক্কারজনক ঘটনা ঘটে। এমনকি ওই ব্যক্তির ওপর বয়ঃসন্ধি-কালীন এবং এর থেকে কম বয়সী শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগও উঠেছে।
এদিকে অভিযুক্ত ওই ব্যক্তি তার বিরুদ্ধে উঠা পাশবিক এ যৌন নিপীড়ন ও নির্যাতনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রশাসন।