
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ দাবি করে আগামী সাত দিনের মধ্যেই নিষিদ্ধ করতে হবে বলে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। অন্যথায় তিনি রাজপথে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
রোববার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। এসময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আমার দেশ পত্রিকা আবারও নতুন করে চালু করার ঘোষণাও দিয়েছেন তিনি।
এ সময় মাহমুদুর রহমান বলেন, ‘অনতিবিলম্বে ছাত্রলীগকে একটি ’সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে, তার জন্য দায়ী একমাত্র আওয়ামী লীগের এ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। ছাত্র-জনতার বিপ্লবে সারা বাংলাদেশে হাজার হাজার ছেলে-মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং কোটা বিরোধী ন্যায্য আন্দোলনে আবু সাঈদ ও মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবার, আমার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছি, সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলনে নামবো।