
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বেসরকারি কয়লা খনিতে একদল বন্দুকধারীরা ভয়াবহ হামলা চালালে কমপক্ষে ২০ জন নিরীহ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
আজ শুক্রবার (১১ অক্টোবর) সেখানকার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা এপি।
ওই প্রতিবেদনে বলা হয়, শুক্রবার প্রদেশের দুকি এলাকার একটি বেসরকারি কয়লা খনিতে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোরের দিকে একদল অস্ত্রধারী সেখানে হঠাৎ আক্রমণ করে। তখন তারা ভারী অস্ত্রে সজ্জিত ছিলো। এসময় ওই বন্দুকধারিরা শ্রমিকদের উপর রকেট ও গ্রেনেড ছুড়ে হামলা চালায়।
ওই হামলার পরপরই সেখানে বিশেষ সতর্কতা জারি করা হয় এবং বিশেষ তল্লাশি অভিযান চালায় সেখানকার নিরাপত্তা বাহিনী। এখনও পর্যন্ত ভয়াবহ এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোর দিকেই।