
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া ও লেবাননে সীমান্তবর্তী ইরানি রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে নি’কৃ’ষ্ট দ’খলদার ই’সরাইলি সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সিরিয়ার ভেতর লেবাননের সীমান্তঘেঁষা ওই হাসপাতাটি ই’সরাইলি হামলায় সম্পুর্ন বিধ্বস্ত হয়ে গিয়েছে, এবং সেখানে আর কোন কিছুই অবশিষ্ট নেই। অস্থায়ী ওই হাসপাতালটির বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। তবে ঠিক কবে এই হামলা চালানো হয়েছে, তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত বৃহস্পতিবার ই’সরাইল এ হামলা চালিয়েছে।
এদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মেসাম আফশার বলেন, লেবাননের যুদ্ধকবলিত ও বাস্তুচ্যুতদের ৫৬ বেডের এই হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হতো। কিন্তু ইসরায়েলের ছোড়া ১১টি মিসাইলের আঘাতে এটি এখন পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এতে ওষুধের গুদাম ও বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে।
এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে।, প্রতিরোধ যোদ্ধাদের একটি টানেল লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে।