
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে আশ্রয় নেওয়া সহায়সম্বলহীন লোকজনের ওপর গোলা ও বোমাবর্ষণ করে কমপক্ষে ১৫ জন নিরীহ ফি’লিস্তিনিকে হ’ত্যা করেছে পৃথিবীর ইতিহাসে স’বচেয়ে নি’কৃষ্ট ব’র্বর হিং’স্র হা’য়েনা ই’হু’দী জা’তি ই’স’রাইল।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে,গতকাল রোববার (১৩ অক্টোবর) দিনের শেষভাগে দ’খলদার ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ভয়াবহ এই হামলা চালায়।