
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ফরিদপুর জেলার সদর উপজেলার মল্লিকপুরে দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। ইতিমধ্যেই উদ্ধার অভিযানের কাজ করছে সেখানকার হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহণ ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাস সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুরে মুখোমুখি সংঘর্ষের ফলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয়রা।