
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনি রোডম্যাপ চেয়েছে। এবং তারা বলেছেন, প্রধান প্রধান সংস্কারগুলো জনগণের নির্বাচিত সরকার করবে।
অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় জনগণ।
দেশের আইনশৃঙ্খলা বাহিনী, বাজার সিন্ডিকেট ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংলাপে জোর দেন বিভিন্ন দলের নেতারা। গণতন্ত্র ও গণহত্যার দায়ে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোকে নিষিদ্ধের দাবি উঠেছে সংলাপে।
এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ গত ১৫ বছরে নেতাকর্মীদের নামে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার চেয়েছেন তারা। প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের সরানোর ওপরও জোর দিয়েছেন সংলাপে অংশ নেওয়া নেতারা।
শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর নেতারা এসব কথা বলেন। দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় এ সংলাপ করে অন্তর্বর্তীকালীন সরকার।