
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ খাদ্য সংকট বেড়েই চলছে। ভয়াবহ এ খাদ্য সংকটের পাশাপাশি দেশটিতে কমে গিয়েছে ত্রাণ সরবরাহও। ক্ষুধার রাজ্যে পরিণত হয়েছে দেশটি। তীব্র ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশটির হাজার হাজার মানুষ আফ্রিকার আরেক দেশ চাদে আশ্রয় নিচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে ২৫ হাজার বাসিন্দা দেশ ছেড়ে পালিয়ে মধ্য আফ্রিকার দেশ চাদে আশ্রয় নিয়েছেন।