
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে ব্যয়ের পরিমাণ প্রায় ৭৭ কোটি টাকা, যা বিদেশে এই ধরনের খরচের মধ্যে সর্বোচ্চ। এই খরচের পরিমাণ ভারতকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র শীর্ষস্থানে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারে খরচ হয়েছে ৫১ কোটি টাকা, যা জুন মাসে ছিল ৯২ কোটি টাকা। গত আগস্ট থেকে ভারতের ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে দেশটিতে ক্রেডিট কার্ডের ব্যবহারও অর্ধেকের বেশি কমেছে।
এছাড়াও বাংলাদেশিরা সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪২১ কোটি টাকা ব্যয় করেছেন, যা আগস্টের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
খরচ বৃদ্ধির শীর্ষস্থানীয় দেশগুলো হচ্ছে:
যুক্তরাষ্ট্র: মোট খরচের ১৮%।
থাইল্যান্ড: এক মাসে ব্যয় বেড়ে হয়েছে ৪২ কোটি টাকা।
মালয়েশিয়া ও নেদারল্যান্ডস: প্রতিটিতে ৫ কোটি টাকা করে খরচ বৃদ্ধি পেয়েছে।
বিদেশে বাংলাদেশিরা সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ডিপার্টমেন্ট স্টোরে (১১৬ কোটি টাকা), এর পরে রিটেইল আউটলেট সার্ভিসে (৭৪ কোটি টাকা)। উভয় ক্ষেত্রেই খরচ আগস্টের তুলনায় বেড়েছে।
এদিকে, দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহারেও বৃদ্ধি পেয়েছে সেপ্টেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডের ব্যবহার দাঁড়িয়েছে ২,৬৬৮ কোটি টাকা, যা আগস্টের তুলনায় ১৪.৪০% বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষণ
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের এই চিত্র বৈশ্বিক ভ্রমণ ও ব্যয়ের অভ্যাসের পরিবর্তন তুলে ধরে। যুক্তরাষ্ট্রে খরচের পরিমাণ বৃদ্ধি ইঙ্গিত দেয় শিক্ষা, ব্যবসা এবং কেনাকাটায় অংশগ্রহণের। অন্যদিকে, ভারতের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত কড়াকড়ি এই ব্যবহারে সরাসরি প্রভাব ফেলেছে। থাইল্যান্ড এবং মালয়েশিয়ার মতো দেশে ব্যয় বৃদ্ধির পেছনে চিকিৎসা ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিবেদনটি দেশের ৪৪টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের ডেটা বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে।