২রা এপ্রিল, ২০২৫, ৩রা শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
খেলা
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতীয় নেতারা বাংলাদেশ ভেঙে ফেলার হুমকি দিলো
মসজিদের ইমামের রাজকীয় বিদায়, পেনশনও পাবেন প্রতিমাসে
অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু!
ফি/লি/স্তিনি ব্রেসলেট হাতে দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন হামজা চৌধুরী, প্রশংসায় ভাসালেন বাংলার ফুটবল ভক্তরা
ঈদের রাতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তিন শিশুসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু!
ঈদের খাবারে হজমের গণ্ডগোল? সুস্থ থাকার সহজ উপায়
পরমাণু চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়ালো ২ হাজারেরও বেশি
যতো বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেওয়া হবে বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায়, তবে এখনই জাতীয় নির্বাচন দেওয়া হবে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সংস্কার এবং নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সংস্কার যত দ্রুত হবে, নির্বাচনও তত দ্রুত হবে। তবে যদি রাজনৈতিক দলগুলো স্পষ্ট করে জানায় যে তারা সংস্কার চায় না, তাহলে আমরা আর অপেক্ষা করব না, এখনই নির্বাচন দিয়ে দেব।” তবে তিনি এটাও উল্লেখ করেন যে সংস্কার ও নির্বাচনের বিষয়টি একান্তই রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। জনগণের মতামত নিতে চাইলে গণভোটের মতো পদক্ষেপ নিতে হতে পারে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের পথ পরিষ্কার করবে। “আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। প্রশাসনের ভূমিকা শুধুমাত্র প্রক্রিয়াটি সহজতর করা। আমরা দুটি সমান্তরাল পথ ধরে এগোচ্ছি—একটি সংস্কার এবং অন্যটি নির্বাচন। উভয়ের প্রতিই আমাদের সমান মনোযোগ,” বলেন ড. ইউনূস।

নির্বাচন কমিশন সম্পর্কেও তিনি বলেন, “খুব শিগগিরই নির্বাচন কমিশন গঠনের ঘোষণা আসবে। তবে কমিশন তার স্বাধীন নীতিতেই কাজ করবে। আমার নিয়ন্ত্রণে কিছু থাকবে না।” তবে তিনি স্পষ্ট করেন, সংস্কার কমিশনের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন পূর্ণ কার্যক্রম শুরু করতে পারবে না।

ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে ড. ইউনূস বলেন, “প্রতিবেদন অনুযায়ী কার্যক্রম শুরু করতে হলে রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য। দলগুলোর সঙ্গে বৈঠক হবে এবং সমঝোতার চেষ্টা চলতে থাকবে। তারা কী চান এবং কী চান না—এটা বোঝা জরুরি। সংস্কারের সময়সীমা নির্ভর করছে দলগুলোর দ্রুত ঐকমত্যে পৌঁছানোর ওপর।”

তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত