
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গোয়া উপকূলে মাছ ধরার একটি নৌকার সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি সাবমেরিনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। সাবমেরিনটিতে থাকা ১৩ জন ক্রুর মধ্যে ১১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ দুই জেলের সন্ধানে এখনো অভিযান চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত নৌকাটির নাম মারথমা।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনার পরপরই বিশাল আকারে উদ্ধার তৎপরতা শুরু হয়। এতে অংশ নিচ্ছে ছয়টি উদ্ধার জাহাজ ও কয়েকটি বিমান। নিখোঁজ দুই জেলের সন্ধানে মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কোস্টগার্ড।