
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে।
গতকাল সোমবার(২৫ নভেম্বর) বিকেলে সেতুর দুই প্রান্ত দিয়ে ব্রডগেজ লাইনে দুটি ট্রেন চালিয়ে এ পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় সেতুর ট্রেন চলাচলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানিয়েছেন, সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার এবং এটি দিয়ে আনুষ্ঠানিক ট্রেন চলাচল ডিসেম্বরে শুরু হবে। আগামী জানুয়ারি মাস থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, সেতুর নির্মাণকাজ ইতোমধ্যেই সম্পূর্ণ শেষ হয়েছে এবং এটি উদ্বোধনের জন্য প্রস্তুত। আজ দুপুরে পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে সেতুর কার্যকারিতা যাচাই করা হবে।