২রা এপ্রিল, ২০২৫, ৩রা শাওয়াল, ১৪৪৬
সর্বশেষ
খেলা
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতীয় নেতারা বাংলাদেশ ভেঙে ফেলার হুমকি দিলো
মসজিদের ইমামের রাজকীয় বিদায়, পেনশনও পাবেন প্রতিমাসে
অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু!
ফি/লি/স্তিনি ব্রেসলেট হাতে দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন হামজা চৌধুরী, প্রশংসায় ভাসালেন বাংলার ফুটবল ভক্তরা
ঈদের রাতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তিন শিশুসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু!
ঈদের খাবারে হজমের গণ্ডগোল? সুস্থ থাকার সহজ উপায়
পরমাণু চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়ালো ২ হাজারেরও বেশি
যতো বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতি: বাইডেন ও ম্যাক্রোঁর নেতৃত্বে সমাধানের চেষ্টা

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পরিকল্পনা করছেন, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে লেবানিজ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি শিগগিরই হতে পারে। এ বিষয়ে আজ মঙ্গলবার। (২৬ নভেম্বর)ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা মন্ত্রীসভা বৈঠক করবে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবের অংশ হিসেবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহর উপস্থিতি বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং একটি চুক্তি কাছাকাছি। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির যুদ্ধবিরতির বিরোধিতা করে বলেছেন, “এটি একটি মারাত্মক ভুল। হিজবুল্লাহকে ধ্বংস করার এটি একটি ঐতিহাসিক সুযোগ।”

এর আগে মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন বৈরুত, জেরুজালেম ও লেবাননে সফর করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, “সম্ভাব্য চুক্তি নিয়ে এগিয়ে যাওয়ার এটিই শেষ সুযোগ।”

যদিও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে, তবু সংঘাত থামছে না। গত সপ্তাহান্তে ইসরায়েল বৈরুতে হিজবুল্লাহর ওপর তীব্র বিমান হামলা চালায়, যাতে ২৯ জন নিহত হয়। পাল্টা জবাবে হিজবুল্লাহ তেল আবিবে শত শত রকেট নিক্ষেপ করে। এর জবাবে ইসরায়েল আরও ধ্বংসাত্মক হামলা চালায়।

যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক মহলের এই প্রচেষ্টা অব্যাহত থাকলেও দুই পক্ষের মধ্যকার সংঘাত পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

সূত্রঃ আলজাজিরা

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত