
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার সরকারের অধীনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ‘গণহত্যার’ স্বীকৃতি ভারতকে দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী আচরণের যে প্রমাণ রয়েছে, তা ভারতের স্বীকৃতি পাওয়া উচিত। এটি দুই দেশের সম্পর্কের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচারের কঠোর সমালোচনা করে বলেন, “ভারতীয় মিডিয়ার ভূমিকাকে সীমিত করতে হবে। অপতথ্য দুই দেশের বন্ধুত্বে হুমকিস্বরূপ। আমরা আশা করি, ভারতীয় মিডিয়া তাদের ভূমিকা নিয়ে নতুন করে ভাববে।
মাহফুজ আলম দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাগুলো গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের গৃহীত পদক্ষেপগুলো প্রচারের প্রয়োজনীয়তার কথা বলেন, যাতে সংখ্যালঘুরা আস্থা পায়।
তিনি বলেন, যদি কোথাও নির্যাতন হয়ে থাকে, সেটি তুলে ধরুন। পাশাপাশি সরকারের পদক্ষেপগুলোও প্রচার করুন। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এই সংলাপের মাধ্যমে সরকার বাংলাদেশের সম্প্রদায়গত ঐক্যের একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছে। আমরা সবাই মিলে একটি শক্তিশালী মঞ্চ গড়ে তুলতে চাই, যা বাংলাদেশের উন্নতি ও আন্তর্জাতিক অবস্থানকে সুসংহত করবে।
তিনি আরও জানান, শিগগিরই প্রধান উপদেষ্টা ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেবেন, যা জাতীয় ঐক্য আরও শক্তিশালী করবে।