
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সরকার বিগত ১৫ বছরে বিদেশে পাচার হওয়া ২৩ হাজার ৪০০ কোটি ডলার দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে বৈঠক শুরু করবে বাংলাদেশ। এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের শক্তিশালী ব্যক্তিত্ব এবং আমলারা প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বছরে গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে জানানো হয়েছে।
আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালে এ দিনটিকে দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ২০০৭ সালে জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষর করে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ে সমালোচনা চলছে। প্রায় ৩৯ দিন ধরে দুদক চেয়ারম্যান ও কমিশনারের পদ শূন্য। ফলে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আটকে আছে। হাইকোর্টের এক পর্যবেক্ষণে বলা হয়, দুদক হাজার হাজার কোটি টাকার দুর্নীতির পেছনে না গিয়ে অতি ক্ষুদ্র দুর্নীতির পেছনে সময় ও অর্থ ব্যয় করছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত সংস্কার না হলে দুর্নীতিবিরোধী কার্যক্রম সফল হবে না। সাঁড়াশি অভিযানের মাধ্যমে দুদককে ঢেলে সাজানোর প্রয়োজন।
দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে আজ জাতীয় প্রেস ক্লাব থেকে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হবে। বিকেলে পান্থপথে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির কালো ছায়া সমাজের তৃণমূলকে বিপর্যস্ত করছে। মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য দুর্নীতি প্রতিরোধ করতে হবে। সততা, ন্যায় এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকারের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে হবে।