
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রবাসীদের বহুল প্রতীক্ষিত এমআরপি পাসপোর্ট বিতরণ কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
প্রথম অগ্রাধিকার সৌদি আরব ও মালয়েশিয়া
ড. আসিফ নজরুল বলেন, আমরা জানি এমআরপি পাসপোর্টের সমস্যায় প্রবাসীরা অনেক ভুগছেন। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ায়, এরপর যেসব দেশে ডিমান্ড বেশি সেগুলোর সমস্যাও দ্রুত সমাধান করা হবে।
তিনি আরও জানান, যথেষ্ট পরিমাণে এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে, যাতে আগামী দুই-তিন বছরের মধ্যে আর কোনো সমস্যা না হয়।
পূর্বের প্রশাসনের ব্যর্থতার অভিযোগ
এই সংকটের পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি বলেন, “তৎকালীন মন্ত্রী অনিয়মের মাধ্যমে একটি পরিচিত কোম্পানিকে কাজ দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় টেন্ডার ও রেজিস্ট্রেশন জটিলতায় প্রায় দেড় বছর নষ্ট হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে দ্রুততার সঙ্গে কাজ শুরু করায় কিছুটা সময় লেগেছে।
প্রবাসীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আপনাদের অনেক কষ্ট হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ, ১৫ ডিসেম্বর থেকে এই সমস্যার সমাধান শুরু হবে।
পাসপোর্ট জটিলতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা চরম ভোগান্তিতে রয়েছেন। বিশেষত সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন, জরুরি কাজে দেশে ফেরা, কিংবা কর্মস্থল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এই সংকটের মধ্যেই আসা এ সুখবর প্রবাসীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।