
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের গণমাধ্যমে ইসলাম ফোবিয়া বা ইসলাম বিরোধী মনোভাবের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি দাবি করেছেন, এই সমস্যা সমাধানে সংবাদ মাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, “বর্তমানে গাজায় যে গণহত্যা চলছে, তা সম্পর্কে দেশের সংবাদমাধ্যমে যথেষ্ট প্রতিবেদন প্রকাশ করা হয়নি। আমরা সেই কাহিনী সবার সামনে আনব।
ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা সবসময় ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যাবো। এই লড়াই শুধু বর্তমান সরকারের বিরুদ্ধে নয়, যে কোন ফ্যাসিবাদী প্রবৃত্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
এছাড়া, মাহমুদুর রহমান জানান, গত ১৫ বছরে দেশে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে এবং এর জন্য কিছু মিডিয়া প্রতিষ্ঠান তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। “আমরা মানুষের মধ্যে পত্রিকার প্রতি আস্থা ফিরিয়ে আনতে চাই। পত্রিকা সমাজের দর্পণ, এবং আমরা চাই মানুষ যেন প্রতিদিন সকালে পত্রিকা হাতে নেয়ার জন্য আগ্রহী হয়।
তিনি আরও জানান, আমার দেশ পত্রিকা ২২ ডিসেম্বর থেকে আবারও নিয়মিত প্রকাশিত হবে, ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আমার দেশ পত্রিকার সাংবাদিকরা এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজ।