
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি। তিনি মনে করিয়ে দেন, দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য সবার এবং এর উন্নয়ন ও সঠিক ব্যবস্থাপনা একটি সম্মিলিত প্রচেষ্টার বিষয়।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজারের ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, দেশের দীর্ঘ ১৬-১৭ বছরের জঞ্জাল কয়েক মাসের মধ্যে পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবে ইতোমধ্যেই সংস্কারের কাজ শুরু হয়েছে। উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ। তিনি জানান, জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে, যা মার্চের মধ্যে শেষ হবে। এর মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, প্রতিবছর হাজার হাজার কোটি টাকার যাকাত দেওয়া হয়, কিন্তু তা সঠিকভাবে বিতরণ করা হয় না। তিনি বলেন, যদি যাকাত সঠিকভাবে দরিদ্রদের মাঝে বিতরণ করা যায়, তাহলে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না। যাকাত ব্যবস্থার সঠিক বাস্তবায়ন সমাজে দারিদ্র্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এছাড়াও, দেশের সঠিক উন্নয়ন ও মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে ধর্ম উপদেষ্টা সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি জোর দেন যে, সমৃদ্ধ ও সমান সুযোগের একটি সমাজ গড়তে সঠিক দিকনির্দেশনা ও প্রচেষ্টা অপরিহার্য।