
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলকে চাঁদাবাজি ও অনৈতিক কাজ থেকে দূরে রাখতে হবে। তিনি সতর্ক করে বলেন, “একদল চাঁদাবাজি করে পালিয়েছে। আমরা চাই না, আরেক দল এসে একই কাজ করুক।”
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) যশোর ঈদগাহে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “চাঁদাবাজি এবং অনৈতিক কার্যক্রমের কারণে দেশের জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কাজ আমাদের শহীদদের আত্মত্যাগকে অসম্মানিত করবে। আমাদের নেতাকর্মীরা যেন কোনোভাবেই এসব কাজে যুক্ত না হন।” তিনি আরও বলেন, “ফুটপাত, হাট-বাজার, বালুমহাল ও জলমহাল দখলের মতো কর্মকাণ্ডে কেউ যেন জড়িত না হয়।”
সরকারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “আগের সরকারের সময় দেশ দুর্নীতি ও দুঃশাসনের চরম পর্যায়ে ছিল। মানুষ কল্পনাও করতে পারেনি যে পরিবর্তন এত দ্রুত হবে। আমাদের তরুণ প্রজন্মের আত্মত্যাগ সেই পরিবর্তনের সূচনা করেছে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন জেলার আমির এবং জামায়াতের কর্মী ও সমর্থকরা।
এই সম্মেলনে জামায়াত আমির দেশব্যাপীপ ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নেতাকর্মীদের অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।