
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার (১৫ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন।
এ রায়ের ফলে বিচারিক আদালত এবং হাইকোর্টের দেওয়া রায় বাতিল হয়। আদালত বলেন, এ মামলা প্রতিহিংসামূলক উদ্দেশ্যে করা হয়েছিল।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্টের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তারেক রহমানসহ আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
পরে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এর বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ খালেদা জিয়া ও অন্যদের খালাসের রায় দেন।
খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।