
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এই পরিস্থিতিতে হাসনাতের পাশে দাঁড়িয়েছেন একই সংগঠনের সমন্বয়ক সারজিস আলম।
সারজিস বলেন, “হাসনাতের দোষ একটাই—যখনই কোথাও অস্থিতিশীলতা বা ষড়যন্ত্রের গন্ধ পায়, তখনই সমাধানের জন্য ছুটে যায়। সে নিজের নিরাপত্তার কথা ভাবেনি, বরং সাহস নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, “কয়েকজন সুযোগসন্ধানী ব্যক্তি পরিস্থিতি ব্যবহার করতে চেয়েছে, কিন্তু হাসনাতের মতো সাহসী তরুণদের কারণে অনেক বড় বিপর্যয় এড়ানো গেছে। তার কাজ হয়তো সবার পছন্দ হয়নি, তবে উদ্দেশ্য ছিল সৎ। নতুন বাংলাদেশের জন্য এমন সাহসী তরুণদের প্রয়োজন।”
সারজিসের মতে, হাসনাতের এই ‘মাথা গরম’ স্বভাবের কারণেই সে বারবার সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যা অনেকেই করতে সাহস পান না। তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের এই তরুণরা রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় অটল। যারা শুধু সামাজিক মাধ্যমে সমালোচনা করেন, তারা বড় পরিবর্তন আনতে পারেন না।”
হাসনাতের মতো তরুণরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সারজিস আশা প্রকাশ করেন।