
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিপিএল শুরুর আগে নানা আশাবাদ ব্যক্ত করা হলেও টুর্নামেন্ট শুরুর পর থেকে বিতর্ক থামছে না। বিশেষ করে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা নজিরবিহীন অবস্থায় পৌঁছেছে।
রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই একটি ম্যাচ খেলে, যা বিপিএলের নিয়মের পরিপন্থী। নিয়ম অনুযায়ী প্রতিটি দলে অন্তত দুইজন বিদেশি খেলোয়াড় থাকা বাধ্যতামূলক। কিন্তু সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি খেলোয়াড়রা খেলতে অস্বীকৃতি জানান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রতিক্রিয়া।
ফ্র্যাঞ্চাইজিদের এমন অব্যবস্থাপনায় বিসিবি ক্ষুব্ধ হয়েছে এবং দলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
মালানের মন্তব্য
ফরচুন বরিশালের তারকা ব্যাটার ডেভিড মালান পারিশ্রমিক ইস্যুতে স্পষ্টভাবে বলেন, “টাকা থাকলে দল নেবেন, না থাকলে নেবেন না—ব্যাপারটা এতটাই সহজ হওয়া উচিত। আমাদের কাজ খেলা, আর ফ্র্যাঞ্চাইজিদের কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এটা মৌলিক বিষয়। আশা করি ভবিষ্যতে এ ধরনের সমস্যা হবে না।”
খুলনা টাইগার্সের বিদেশি ব্যাটার উইলিয়াম বসিস্টো বলেন, “আমরা চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পেয়েছি। কিন্তু অন্যান্য দলে যা হচ্ছে তা হতাশাজনক। মালিকদের উচিত চুক্তি অনুযায়ী কাজ করা। আমাদের দলে কোনো সমস্যা হয়নি, যা স্বস্তির বিষয়।”
টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের গুরুত্ব এবং ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।