
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সালওয়ান মোমিকা নামের যুবক পবিত্র কুরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টি করেছিল, ২০২৩ সালে সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এবং পরবর্তীতে ইরাকি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটান।
মুসলিম বিশ্বের পক্ষ থেকে প্রতিবাদ ওঠলেও, সুইডিশ পুলিশ বাকস্বাধীনতার অজুহাতে এই ধর্ম অবমাননাকর কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে ২০২৫ সালের ২৯ জানুয়ারি, সালওয়ান মোমিকাকে স্টকহোমে গুলি করে হত্যা করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ২৯ জানুয়ারি সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা নিহত হন। স্টকহোম পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এছাড়া, জানা গেছে যে, কোরআন পোড়ানো এই যুবক সুইডেনে বসবাসরত একজন ইরাকি। তিনি এবং তার এক সঙ্গী মিলে এই ধর্ম অবমাননাকর কাজটি করেন, যা মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করে।
সুইডিশ পুলিশ তখন জানায় যে, তারা এই ঘটনার তদন্ত করছে, এবং পরে ২০২৩ সালের আগস্টে সুইডেনের একজন প্রসিকিউটর মোমিকা ও কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত অপর ব্যক্তির বিরুদ্ধে ‘নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন’ আনার অভিযোগ তোলেন।