
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ-ভারত সীমান্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে শূন্যরেখার মাত্র ৩-৫ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাতে কলোনিপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের দিয়ে প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। খবর পেয়ে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এবং বেড়া স্থাপনের কাজ বন্ধ করতে বাধ্য করে।
বিজিবির কড়া অবস্থানের কারণে কাজ বন্ধ করলেও বিএসএফ তাদের সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পরিস্থিতি সামাল দিতে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানায়। শনিবার (১ মার্চ) বিকেলে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী এবং বিএসএফের পক্ষে ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নেতৃত্ব দেন।
বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন জানান, সীমান্ত আইন লঙ্ঘন করে এ ধরনের বেড়া নির্মাণ মেনে নেওয়া হবে না। বিএসএফ দাবি করেছে যে তাদের দেশের স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের অনুমতি নিয়ে বেড়া দিয়েছে। তবে বিজিবি এ ধরনের ব্যাখ্যা প্রত্যাখ্যান করে এবং সীমান্ত আইন মেনে চলার কঠোর বার্তা দেয়।
সীমান্ত পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সেজন্য বিজিবি টহল ও নজরদারি জোরদার করেছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।