
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস শুরু হওয়ায় আজ (২ মার্চ) থেকে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৩টায়।
রমজান মাসে মুসলিমদের সেহরি ও ইফতারের সময় বিবেচনায় অফিস সময় নির্ধারণ করেছে সরকার। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবারই বহাল থাকবে।
ব্যাংক, বীমা, ডাক, রেলওয়ে, হাসপাতাল, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠান নিজস্ব নীতিমালা অনুযায়ী জনস্বার্থের কথা মাথায় রেখে সময়সূচি নির্ধারণ করবে।
সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের কার্যক্রমের সময়সূচি আলাদাভাবে নির্ধারণ করবে আদালত কর্তৃপক্ষ।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান শেষে আবার আগের নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে।