
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ু মান পরিমাপক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার বাতাস আজ “খুব অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত হয়েছে। এ সময় ঢাকার স্কোর ছিল ২১৮, যা বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রেখেছে শহরটিকে।
প্রতিদিনই ঢাকার বাতাস দূষণের তালিকায় শীর্ষ স্থান দখল করছে, এবং আজও তার ব্যতিক্রম হয়নি। এটি বিশ্বব্যাপী শহরগুলোর মধ্যে অন্যতম দূষিত শহর হিসেবে পরিগণিত হয়েছে, যার বায়ু মান খুবই খারাপ বলে বিবেচিত হচ্ছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার পরেই রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২২৪। তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (১৭৪ স্কোর) এবং চতুর্থ স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৭২ স্কোর)। এ তালিকায় ১৬১ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু এবং পাকিস্তানের লাহোর শহর (১৫৮ স্কোর) অবস্থান করছে।
আইকিউএয়ারের বায়ু মান সূচক ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বাতাস ভালো হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাস সহনীয় হয়ে থাকে, তবে ১০১ থেকে ১৫০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর হওয়া মানে হচ্ছে তা অস্বাস্থ্যকর, এবং ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে ৩০১ এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বাতাস হিসেবে চিহ্নিত হয়।
ঢাকার পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত জরুরি।