
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, নির্বাচনের সময় নির্ভর করছে প্রয়োজনীয় সংস্কারের গতির ওপর।
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করা যায়, তাহলে ২০২৫ সালের ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব। তবে যদি আরও সংস্কারের প্রয়োজন হয়, তাহলে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময় লাগতে পারে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে কাজ করছে। তিনি দাবি করেন, বাংলাদেশের অর্থনীতি আগের সরকারের শাসনামলে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিল, এবং এখন সেটাকে পুনর্গঠনের চেষ্টা চলছে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই নির্বাসিত রয়েছেন বলে জানান ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তাকে দেশে ফেরানোর দাবি উঠেছে। তবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত নয়।
ড. ইউনূস বলেন, “দেশকে সম্পূর্ণ বিশৃঙ্খলা থেকে বের করে আনতে কাজ করছি। এখন আইনশৃঙ্খলা ও অর্থনীতিকে পুনরুদ্ধার করাই আমাদের মূল লক্ষ্য।”