
আওয়ার টাইমস নিউজ।
স্টাপ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। তিনি মনে করেন, গত ১৬ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন, তাদের জন্য ৫ আগস্ট নতুন স্বাধীনতার দিন। তিনি বলেন, “যারা এতদিন নিপীড়নের শিকার হয়েছি, তাদের কাছে এটি স্বাধীনতার অনুভূতি নিয়ে এসেছে।”
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “যারা সবসময় আপস করে রাজনীতি করেছেন এবং আর্থিকভাবে সুবিধাপ্রাপ্ত ছিলেন, তাদের কাছে এটি স্বাধীনতা নাও হতে পারে। কারণ তারা আগেও স্বাধীন ছিলেন, এখনও স্বাধীন আছেন। তাদের কাছে স্বাধীনতার চেয়ে লুটপাটের স্বাধীনতাই বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “গত সরকার সব সময় ভারতের স্বার্থরক্ষা করেছে। তিনবার ভোট কারচুপি করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করে ক্ষমতায় থাকার পেছনে ভারতের ভূমিকা ছিল। ভারতের সহায়তায় শেখ হাসিনা এতদিন তার শাসন দীর্ঘায়িত করতে পেরেছিলেন।”
নাহিদ ইসলাম বলেন, “গত ১৬ বছর ধরে নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি। এই ঐক্যের মাধ্যমেই আমরা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। জুলাই মাসের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাবে।”
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যে কোনো দেশের সঙ্গে সমতা, ন্যায়বিচার ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চাই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা আমরা চালিয়ে যেতে আগ্রহী। তবে এটি অবশ্যই সমতার ভিত্তিতে হতে হবে।”