
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসে গণ-অভ্যুত্থানের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হলে, পরবর্তী সরকার সংস্কার প্রক্রিয়া চালিয়ে যাবে, এমন কোনো নিশ্চয়তা পাওয়া যাবে না। শুক্রবার (২৮ মার্চ) সিরাজগঞ্জে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিদ্যমান আইনের অধীনে দ্রুত সংস্কার ও বিচার কার্যক্রম চালানোর জন্য দলটি কাজ করছে।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করতে চায় এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, যদি সংস্কার ও পরিবর্তন না ঘটে, তবে কেন এত মানুষ নিজেদের জীবন ও রক্ত দিয়েছেন? এনসিপি নেতার দাবি, অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করা উচিত।
এ সময় এনসিপির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন, এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।