
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২২ জন বন্দিকে দণ্ডবিধির ৫৭৯ ধারার আওতায় সরকার নির্ধারিত নিয়ম অনুসারে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া ভালো আচরণ ও শৃঙ্খলার জন্য আরও দুইজন বন্দিকে বিশেষ ছাড় দেওয়া হয়।
প্রসঙ্গত, মুক্তিপ্রাপ্ত ২৪ জন বন্দি এরই মধ্যে কারাগার ত্যাগ করেছেন এবং পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন।